আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, যেকোনো হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার রাজধানীর অদুরে আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে সাবরিনা কামাল তন্বী ইনসেন্টিভ কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ১৯৭২ সালে তদানীন্তন যুগ্ম সচিব এমএ রব ও ডা. লুৎফর রহমান একটি হাসপাতাল করার জন্য সাভারে তাদের পারিবারিক সম্পত্তি থেকে পাঁচ একর জমি দিয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো ২৩ একর জমি অধিগ্রহণ করে নিজেই এটির নাম দেন ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। তখন থেকেই মুক্তিযুদ্ধকালীন ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুর দেওয়া নামে যাত্রা শুরু হয় ‘গণস্বাস্থ্য কেন্দ্রের।
গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করে ডা. এনামুর বলেন, বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে অনেক অবদান, আবেগ এবং ভালোবাসা।
তিনি সাবরিনা কামাল তন্নির পরিবারকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী সাবরিনা কামাল তন্বীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করারও আহ্বান জানান।