চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল (সিআরবি, চট্টগ্রাম) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কর্মচারী হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী, মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি বর্ষিয়ান নেতা মোখলেসুর রহমান। রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সম্পাদক ইমাম হোসেনের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ফরহাদ চৌধুরী অর্থ সম্পাদক জাকারিয়া পিন্টু, দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীর, সহ - সাংগঠনিক সম্পাদক শেখ জামাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সচি দেবনাথ সহ রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, শাখা নেতৃবৃন্দ ও সিআরবি ও পাহাড়তলী মেডিকেল শাখার নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল (সিআরবি, চট্টগ্রাম) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কর্মচারী হাসপাতালে রূপান্তর করা যাবেনা। শ্রমিকদের এই হাসপাতাল নিয়ে কেউ ষড়যন্ত্র বা রেল থেকে সরানোর চেষ্টা করলে তা রেলের কর্মচারী ও শ্রমিকদের ঐক্যবদ্ধতায় প্রতিহত করা হবে। বিক্ষোভ মিছিল শেষে জিএম পূর্ব মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy