হিলিতে মাদক ব্যবসা কে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত!
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিল উপজেলার ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। এ ঘটনায় তার বন্ধু ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাসেল হোসেনকে (২৩) আটক করে পুলিশ।
হাকিমপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্ডিপুর গ্রামের সোহেলের বাড়ির সামনে রাসেল তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা শাকিলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ রাসেলকে আটক করে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply