প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৯:০৩ পি.এম
হুইপ সামশুল হক চৌধুরীর সাথে ষড়যন্ত্রের রহস্য; জানালেন হাবিবুল হাসান চৌধুরী

বাবু চৌধুরী -বিশেষ প্রতিনিধি
আসসালামু আলাইকুম / আদাব। আপনারা জানেন, আমি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাননীয় হুইপ জনাব সামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের সাথে সাচিবিক দায়িত্ব পালন করছি।তারই সুবাদে বিভিন্ন মহলের সাথে আমার বেশ ভাল সম্পর্কও রয়েছে। গত কয়দিন যাবত আমাকে মিডিয়া ব্যক্তি সহ বিভিন্ন জন ফোন করে শুধু একটি কথাই বলে তা হলো বসুন্ধরা গ্রুপের সাথে হুইপ পরিবারের মনে হয় ব্যক্তিগত কোনো সম্পর্কের বিরোধ আছে। আমি জিজ্ঞেস করলাম কেন আপনাদের এরকম মনে হচ্ছে? উত্তরে প্রায়ই ফোন করা সবারই একই কথা দীর্ঘদিন ধরে দেখছি তারা হুইপ পরিবারের পিছনে লেগে আছে ঐ পরিবারের কোনো কিছু পেলেই একেবারে তিলকে তাল করে ফেলছে। আমি উত্তরে সবাইকে বিষয়টি বুঝার জন্য ধন্যবাদ জানালাম। কিন্তু আজকে একটি স্বনামধন্য জাতীয় পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক বড় ভাই আমাকে ফোন দিয়ে বলেন বসুন্ধরা গ্রুপ অনেক বড় মাফিয়া তাদের সাথে বসে হুইপ সাহেবকে বলো সব বিরোধের নিষ্পত্তি করে নিতে, আমি শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাইকে বললাম আপনি হঠাৎ করে এমন কথা বলছেন কেন? উত্তরে তিনি আমাকে বললেন তুমি আমার ছোট ভাইয়ের মতো তাই বলছি, সামশু ভাইকে নিয়ে দুদক কেলেঙ্কারির একটি নিউজ করার জন্য আমি দুদকে বেশ কয়েকবার গিয়েছি এবং বিভিন্ন শ্রেণীর কর্মকর্তার সাথে কথা বলেছি কিন্তু বিভিন্ন মিডিয়ার প্রচার এর সাথে এবং দুদক কর্মকর্তা গনের সাথে খবরের কোন মিল না পাওয়াতে আমি বিষয়টি বুঝতে পেরেছি এটি একটি ষড়যন্ত্র। পরে উনি আমাকে বলে মাশাল্লাহ সামশু ভাইয়ের ছেলেও তো অনেক স্মার্ট। আমি বললাম এই স্মার্ট ও এখন একটি সমস্যা আসলে ও অনেক যোগ্য সম্পন্ন একটি ছেলে এটাই এখন রাজনৈতিক এবং ব্যবসায়িকভাবে অনেকের সহ্য হচ্ছেনা। পরে আমি উনাকে বললাম আমাকে কয়েকজন সাংবাদিক ভাই বলল,আমরা চাকরি করি ভাই আসলে কি করব বুঝতেছিনা সামশু ভাইকে একটু বুঝিয়ে বলিয়েন আমাকে যেন ভুল না বুঝে। তখন উনি আমাকে বললেন আমি তো শুরুতেই তোমাকে বলেছি বসুন্ধরা গ্রুপের সাথে সবকিছু মীমাংসা করে না নিলে এরা হুইপ পরিবারের পিছনে লেগেই থাকবে। যাক এটা তো বললাম একজন সিনিয়র সাংবাদিক ভাইয়ের সংক্ষিপ্ত কথা। গতকাল আমাকে একজন শ্রদ্ধেয় সিনিয়র আওয়ামী লীগ নেতা ফোন দেন এবং সব খবরাখবর এর বিস্তারিত আলাপ করে বলেন হুইপ সাহেব সব বিষয়ে এত কঠোর হলে কেমনে হবে,কয়েক জন রাজনৈতিক ব্যক্তি দেখি সব সময় উনার বিরুদ্ধে সোচ্চার থাকে কারণ কি? তুমি হুইপ সাহেবের সাথে থাকো এগুলোতো ওনাকে বলে সমাধান করতে পার। আমি শ্রদ্ধেয় নেতার অনুমতি নিয়ে বললাম হুইপ সাহেব পটিয়ার ব্যাপারে খুবই আন্তরিক এবং সদা সজাগ থাকেন আর গুটি কয়েক জন নেতা আছেন তারা সব সময় দেখি হুইপ সাহেবের বিরুদ্ধে কোনো না কোনো কারণে লেগেই থাকে আমি শ্রদ্ধেয় নেতা কে বললাম হুইপ মহোদয় এদেরকে সবসময় সহযোগিতা করতে চেয়েছেন কিন্তু তারা ওনার সরলতার সুযোগ নিয়ে বারবার আঘাত করার চেষ্টা করছেন তাদের অনিয়ম এবং অন্যায় আবদার তিনি মেনে নেননা বলেই এসব নেতারা নোংরামিগুলো করেই চলছে। পরে শ্রদ্ধেয় নেতা আমাকে বলে যে যাই বলুক সামশু ভাই পটিয়ার জন্য নিবেদিত একজন মানুষ।আমি বললাম লিডার এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।বললাম যারা মুখে মুখে পটিয়া পটিয়া করে তারা পটিয়ার জন্য কিছু করেওনি করবেও না।পরে আমি একটু হেসে বললাম লিডার এরা হচ্ছে ডিস্টার্ব পার্টি ডিস্টার্ব করবেই। পরে আমি লিডার কে হুইপ মহোদয় ও উনার পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা বুঝতে পারার জন্য ধন্যবাদ ও সালাম জানিয়ে কথা শেষ করলাম। আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়। আমি ব্যক্তিগতভাবে শুধু একটি কথাই বলবো মাননীয় হুইপ জনাব সামশুল হক চৌধুরী এমপি এবং তার পরিবারের বিরুদ্ধে একটি সংঘবদ্ধচক্র ব্যক্তিগতভাবে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। মাননীয় হুইপ জনাব সামশুল হক চৌধুরী এমপির প্রাণের প্রিয় পটিয়াবাসী, আশাকরি অতীতের ন্যায় সবসময় সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার এবং সচেতন থাকবেন। উনি প্রিয় পটিয়াবাসীকে কথা দিয়েছেন যতদিন বেঁচে থাকবেন প্রিয় পটিয়াবাসীর সেবক হয়ে বেঁচে থাকবেন। প্রিয় পটিয়ার সর্বস্তরের জনগণের কাছে আমার একটি বিনীত অনুরোধ মাননীয় হুইপ, সামশুল হক চৌধুরী এমপি ও উনার পরিবারের কাছে প্রিয় পটিয়া আমানত- যার খেয়ানত কখনোই করবেন না উনি এবং পরিবার। ইনশা আল্লাহ অতীতের ন্যায় আপনাদের দোয়ায় সকল ষড়যন্ত্রের অবসান হবে। আপনারা যে যেখানেই থাকুন যেভাবেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy