1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা, তুরস্ক-সিরিয়ায় জরুরি অবস্থা জারি, মৃত্যু ছয়শ ছাড়াল
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিপন্ন অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয় কক্সবাজার সমুদ্রে সৈকতে।  সাভারের স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করেন  কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা সহ ৭ জন আটক।  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা, ১৬ নেতা বহিষ্কার। শহীদ ইয়ামিনকে সাভারের তালবাগ কবরিস্থানে কবর দিতে দেয়নি জি এস মিজান। মঙ্গল’ শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বাংলাদেশী যুবকের ভালোবাসার টানে ফিলিপাইন থেকে সাইরা খাঁন নামের এক তরুনী ছুটে আসে সাভারের আশুলিয়ায় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না: হেফাজত

হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা, তুরস্ক-সিরিয়ায় জরুরি অবস্থা জারি, মৃত্যু ছয়শ ছাড়াল

  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৩ পিএম
  • ২১৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

নীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে শিক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশ দুটিতে এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩২০ জনের এবং আহত হয়েছেন ৬০০ জনের বেশি মানুষ। অন্যদিকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্তাই জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। আহত হয়েছেন আরও ২ হাজার ৩২৩ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দুই দেশের কর্তৃপক্ষ। এছাড়া সাইপ্রাস, লেবানন ও মিশরেও অনুভূত হয়েছে ভূকম্পন। এদিকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল।

উদ্ধার ও যথাযথ ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া। জরুরি সতর্কতা জারি করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আঙ্কারা।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ডিটেনশন সেন্টারে কিছু বাংলাদেশি রয়েছে। তাদেরসহ ওই এলাকায় কোন বাংলাদেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খোঁজখবর নিচ্ছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস। টেলিফোনে একথা জানিয়েছেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই এলাকায় এক বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থার তথ্যমতে-ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ মাইল। স্থায়িত্ব ছিল এক মিনিটেরও বেশি। ভূমিকম্পটি আঘাত হানার পর অর্ধশত আফটার শক অনুভূত হয়। এরমধ্যে বেশ কয়েটির মাত্রা ছিল ৬ ।

একশ বছরের ভয়াবহ ভূমিকম্পে রাজধানী আঙ্কারাসহ কেঁপে ওঠে তুরস্কের অন্যান্য শহরও। মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন। ধ্বংসস্তূপে আটকা পড়ে বহু মানুষ।

প্রথমে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর সময়ের সাথে হু হু করে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews