আজ কার্তিকের ৪ তারিখ। হেমন্ত গণণা শুরু হয়েছে গত ১৭ অক্টোবর হতে। হেমন্তের ঠান্ডায় আমেজ শুরু হয়েছে ইতোমধ্যে সৈয়দপুরসহ জেলার বিভিন্ন বিল ও জলাশয় গুলোতে শীতের পাখি আসা শুরু করেছে।সৈয়দপুর শহরতলীয় পাটোয়ারীপাড়া,দেবীডুবা বিল ও নীলফামারী নীলসাগরে দেখা যাচ্ছে।
হেমন্তের শুরুতেই আগাম জাতের আমন ধান পেকেছে। সৈয়দপুরসহ জেলার বিভিন্নস্থানে ওই ধান কাটা শুরু করেছে কৃষকরা। অপরদিকে আগামজাতের আলু চাষ শুরু হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে। এছাড়া সৈয়দপুর উপজেলার হাজারীহাট,শ্বাসকান্দর,বাঙালীপুর,কামারপুকুর এলাকায় উচু জমিতে শীতের আগামী সবজি চাষাবাদ হচ্ছে। গত তিন সপ্তাহ আগে টানা ৩দিনের বর্ষণে আগাম শীতের সবজি চাষাবাদ মারাত্মকভাবে ব্যহত হয় বলে কৃষিবিভাগ সূত্রে জানা গেছে।
একই বিভাগ সুত্রে জানা গেছে আগামী একমাস পর্যন্ত ভারী বর্ষণের আশংকা না হলে শীতের সবজি বের হবে জোরে শোরে। তখন সবজির দাম কমা শুরু হবে। হেমন্তে প্রকৃতি বদলে যায়। শীতের আমেজ দেখা দেয় কার্তিক মাস হতে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে বিশেষজ্ঞরা মন্তব্য করছে।