ময়মনসিংহ:-প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে অবমাননা করার দায়ে বিক্ষুব্ধ জনতা ও এলাকা বাসির সহায়তায় হোসেনপুর থানা পুলিশ মোহন চন্দ্র দাস কে আটক করেছে।। সরেজমিনে গিয়ে জানা যায় গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের (হিন্দু মালি বাড়ির) শ্রী-নরেন্দ্র চন্দ্র দাস (আখালিয়া মিস্তরীর) ছেলে শ্রী-মোহন চন্দ্র দাস আজ তার নিজ বাড়ির কক্ষে ছাএ-ছাএীদের প্রাইভেট পড়ানোর সময় আল্লাহ ও তার রসুল হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। তৎক্ষণিক প্রাইভেট পড়তে আসা ছাত্রছাত্রীরা সাথে সাথে তার তীব্র প্রতিবাদ জানায়, ছাত্র-ছাত্রীর প্রতিবাদ এলাকায় প্রকাশ হওয়ায় আজ (৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় গোবিন্দপুর বাজারে ইসলাম ধর্ম অনুসারী তাওহিদী মুসলিম জনতা বিক্ষোভ মিছিল করে মোহন চন্দ্র দাসকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হোসেনপুর থানা পুলিশের প্রতি আহ্বান জানায়। খবর পেয়ে হোসেনপুর সার্কেল মোঃ সোনাহর আলী শরীফের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গোবিন্দপুর বাজারে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মেজবাহ উদ্দিন জানান দশম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র মাজহারুল ইসলাম মোহন চন্দ্র দাসের বাড়িতে নিয়মিত প্রাইভেট পড়তে যায়। আজ প্রাইভেট পড়া অবস্থায় মাজারুল সহ উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে উদ্ধৃতি দিয়ে আল্লাহর ও নবীজীকে কটুক্তি করে। বিষয়টি স্থানীয় গোবিন্দপুর বাজার মসজিদের ইমাম সাহেবকে অবগত করিলে মসজিদের মুসল্লিসহ বাজারে আগত সকল মুসলিম জনতা মোহন চন্দ্র দাস কে গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করে। নবীজি (সা.) কে কটূক্তিকারী মোহন চন্দ্র দাসের আটকের বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ডিউটি অফিসার এস আই রেজাউল করিম জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলিতেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy