নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বেআইনী জনতাবদ্ব হয়ে হত্যার হুমকি, জোরপূর্বক জমি দখল ও শ্লীলতাহানীর মামলায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায় ৮ নভেম্বর রাত ৯ ঘটিকার সময় হোসেনপুর বাজারের ভূমি অফিস নিকটবর্তী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির স্বপনের ছোট মেয়ে মামলার বাদী ছাবিয়া পারভীন জেনির নামে দানকৃত গোডাউন বেদখল কারার উদ্দেশ্য আসামি ১. তাজ উদ্দিন (৩৫) পিতা মৃত হযরত আলী গ্রাম: পশ্চিম দ্বীপেরস্বর ২. জুম্মন (৩০) পিতা লিয়াকত আলী গ্রাম: চর বিশ্বনাথপুর ৩. নাজমুল পিতা হিরা মিয়া গ্রাম চর বিশ্বনাথপুর ৪. অজ্ঞাত নামা ৭/৮ জন তালা লাগিয়ে দেয়।
ওই দিন রাত সাড়ে ৯ ঘটিকার সময় উক্ত ঘটনার বিষয়ে আসামি তাজ উদ্দিনের কাছে জানতে চাইলে বাদীর পরিবারকে এলাকা ছাড়াসহ প্রাণনাশের হুমকি প্রদান করে ছাবিয়া পারভীন জেনি এর প্রতিবাদ করিলে তাজ উদ্দিনের নেতৃত্বে অন্যান্য আসামিরা মামলার বাদী ও তার স্বামী আব্দুল জব্বার তুষার কে এলোপাতাড়ি মারপিট শুরু করে। আসামি তাজউদ্দিনের হাতে থাকা লোহার রড দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় বারি মারিলে উক্ত বারি বাদী তার বাম হাত দ্বারা ফিরাইলে বাম হাতের কনুইতে লাগিয়া মারাত্মক গুরুতর জখম হয় এবং বাদীর পরনের কাপড় দরিয়া টানা হ্যাচরা করিয়া জঘন্যতম শ্লীলতাহানি করে।
গুরুতর আহত অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদী ও তার স্বামী তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সুস্থতা লাভ করার পর হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ১৭ নভেম্বর মামলা রুজু করা হয়। ওই দিন রাতেই আসামি তাজউদ্দিনকে হোসেনপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। ১৮ নভেম্বর সকালে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় তাইজুদ্দিন খারাপ প্রকৃতির লোক বিভিন্ন জনের জমি ও সরকারি জমি (নদী) দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলার বাদী ছাবিয়া পারভীন জেনি বলেন যেভাবে আমাকে নির্যাতন করা হয়েছে আমি তার যথোপযুক্ত আইনি বিচার চাই।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মুস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় গ্রেফতারকৃত কে আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বয়োজ্যেষ্ঠ এক আইনজীবীর মৃত্যুতে আদালতের কার্যক্রম স্থগিত থাকায় আসামি তাজউদ্দিনকে কারাগারে প্রেরণ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy