তৌহিদুল ইসলাম সরকার: নিজস্ব প্রতিবেদক,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখোহাটি ফটিক কালী সেতুটি দীর্ঘ দশ মাস যাবত ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।
গোবিন্দপুর ইউনিয়নের একটি গ্রাম লাখোহাটি সেই গ্রামের ফটিকখালি সেতুটিকে এই এলাকার জনগণের দুঃখ বলা চলে বর্তমান সময়ে।
জানা যায় হোসেনপুর উপজেলার চারটি ইউনিয়ন গোবিন্দপুর,পুমদি,সিদলা ও জিনারী ও নান্দাইল উপজেলার তিনটি ইউনিয়ন,জাহাঙ্গীরপুর,খারুয়া,
পুরাতন সেতুটি ভেঙ্গে যাওয়ায় নতুন সেতু নির্মান করার দায়িত্ব পেয়েছে,একটি প্রভাবশালী ঠিকাদার কোম্পানি, তাদের কোন দায়িত্ববোধ দেখছেনা, এলাকার ভোক্তভোগি জনগন। সেতুটি নিয়ে নেই সংশ্নিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের, কোন তদারকি বা ঠিকাদারকে চাপ প্রয়োগের নেই উদ্যোগ,যার জন্য ভোগান্তিতে পরতে হচ্ছে কয়েক লক্ষ মানুষের ।
এসব ভোক্তভোগি মানুষকে জরুরী চলাচলের জন্য অটোরিকশা ,মোটরসাইকেল সহ যান বাঁহনগুলো পাঁচ,সাত কিলোমিটা রাস্তা অতিক্রম করে পাশ্ববর্তী নান্দাইল থানার সিংরইল ইউনিয়নের তেলিয়া হয়ে কিশোরগঞ্জ জেলা শহরে যেতে হচ্ছে। যার ফলে অসুস্থ রোগী ,বৃদ্ধ মানুষ মহিলা ও শিশুরা চরম দুর্ভোগে পড়ছে। অসুস্থ রোগীদের যথাসময়ে সদর হাসপাতালে নিতে না পারার কারনে পড়তে হচ্ছে চরম মৃত্যু ঝুঁকিতে।
ঐ এলাকার জন-সাধারণ মানুষের কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা আপনাদের চোখ কী তাহলে প্রভাবশালীদের চাপে কালো কাপড়ে বাধা।
হোসেনপুর উপজেলা নির্বাহি অফিসার ইউএনও রাবেয়া পারভেজ এর কাছে জানতে চাইলে বলেন,আমি জানি কনস্ট্রাকশনের কাজ চলতেছে,আমি বিষয়টা দেখছি কাল ঘটনাস্থলে যাব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy