প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৩:২৩ পি.এম
হোসেনপুরে ২নং সিদলা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব করিম সিদ্দিকীর পথসভা জনসভায় পরিণত
নিজস্ব প্রতিবেদকঃ
হোসেনপুর ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব করিম সিদ্দিকীর পথসভা জনসভায় পরিণত হয়েছে।
২ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬: ঘটিকার সময় টান সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত মতবিনিময় সভা, মোঃ হাদিউল সরকার এর সভাপতিত্বে, স্বপন আহমেদের সঞ্চালনায়, উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোঃ মনির হোসেন, আনোয়ার হোসেন পারভেজ, আমির হোসেন, মোঃ সেলিম,রতন মিয়া, মাওলানা মাহবুবুর রহমান ঢালী মোহতামিম তা'লীমুল কুরআন মাদ্রাসা,আলতাব হোসেন, এ আই খান শিবলু,শফিকুল ইসলাম প্রমুখসহ অপরাপর রাজনৈতিক ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
পরিশেষে ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব করিম সিদ্দিকী বলেন,টার্ন সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মতবিনিময় সভায় কর্মী-সমর্থকদের পূর্ণ সমর্থনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে যতটুকু সাড়া পেয়েছি তাতেই নিজেকে ততটুকু আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই।
আলহাজ্ব করিম সিদ্দিকী উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন নির্বাচন করতে গিয়ে নির্বাচনের মাঠে যত ধরনের বিপদ আপদ ঝড়ঝাপটা আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবো না,আপনারা যদি পাশে থাকেন,শেষ পর্যন্ত মাঠে থাকব, আল্লাহপাক যদি সহায় থাকেন বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ, নির্বাচনী মাঠে সমগ্র ইউনিয়ন ব্যাপী আলোচনার ঝড় বইছে, ইউনিয়নের জনসাধারণ ও ভোটাররা মনে করছেন করিম সিদ্দিকী ইতিপূর্বে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দুই দুইটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হয়েছি,এবারের নির্বাচনে আমি মনে করি আমার পাল্লাই ভারী হওয়ার সম্ভাবনা শতভাগ। আমার গণসংযোগ কালে স্বতঃস্ফূর্ত সাড়া দেন উপস্থিত ভোটাররা,এতে আমি অত্যন্ত আনন্দিত।
পথসভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব করিম সিদ্দিকী বলেন বিগত দুই দুইটি নির্বাচনে আমি আপনাদের পাশে ছিলাম আপনারা আমার পাশে ছিলেন আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন আমি যদি সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই,আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নয়, একজন সেবক হিসাবে সব সময় পাশে পাবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে,আমার বেতন-ভাতা দিয়ে অসহায় গরীব দুঃখীদের জন্য একটি পাউন্ড তৈরি করে মসজিদ মাদ্রাসা উন্নয়ন ও গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব এটা আমার মনের কথা ও প্রতিজ্ঞা তিনি আরো বলেন এ ইউনিয়ন বাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দেবো ইনশাল্লাহ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy