নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে বাংগাল পাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ মোশারফ হোসেন (২৫) পারিবারিকভাবে সে বিবাহিত একটি মেয়ে ও তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা তার পিতার নাম মো: সুলতান মিয়া ( সুল্তু)।গত কাল ০২/১১/২০২১ রোজ মঙ্গলবার রাত দশ ঘঠিকায় এই ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ বটতলা হইতে হাজিপুর যাবে এই বলে অটো রিজার্ভ করে সুরাটী বাজারের কাছাকাছি রহিম মেম্বারের বাড়ির সামনে এসে যাত্রীগণ নামবে বলে অটোচালককে থামতে বলে। এবং অটোগাড়ি চালকের কাছ থেকে গাড়ীটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এক পর্যায়ে চালক ও ছিনতাইকারীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চালক গাড়ি টি-দিতে না চাইলে সন্ত্রাসীদের সাথে থাকা দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে তার বুকের নিচে আঘাত করে অটো গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। মোঃ মোশাররফ হোসেন কে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় কিছু যুবক এগিয়ে আসে ও তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মোশারফ হোসেনের মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে এবং এলাকায় শোকের মাতম চলছে। তবে ছিনতাইকারী এবং হত্যাকারীদের কে কেউ চিনতে পারেনি। অটো ছিনতাই ও চালককে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবীতে আত্মীয়-স্বজন এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম কমিটির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সকাল ৭টা হইতে হইতে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট পালন করা হয় এবং হত্যাকারীদেরকে (১৫) দিনের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। উক্ত মানববন্ধনেউপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অটো শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাসদ মার্কসবাদী কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক মোহাম্মদ আলাল মিয়া মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জনাব, শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, বীর মুক্তিযুদ্ধা নাজমুল আলম, বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন মাসউদ, ইউনিয়ন যুবদল সভাপতি সোহেল রানা প্রমুখ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy