ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
হ্যাকাররা আমাকে দূরে রাখতে পারবে না: শাবনূর
হ্যাকড হওয়ার পর ইউটিউব ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফেরত পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কেবল তার ইউটিউব চ্যানেল উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি। গত ২ অক্টোবর শাবনূর ফেসবুক পেজ, ইউটিউব ও ইনস্টগ্রাম হ্যাকড কথা জানান। আজ ফেসবুকে শাবনূর নিজেই জানালেন ইউটিউব ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের খবর।
বৃহস্পতিবার শাবনূর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রিয় বন্ধু ও ফলোয়ারস, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ এখন আমার কাছে। তবে হ্যাকিংয়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেরত পাচ্ছি না।’
দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বসবাস করে আসছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছিলেন নিরব। তাই দেশের দর্শকদের সঙ্গে তার তেমন যোগাযোগ রাখা সম্ভব হচ্ছিলো না। দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতেই তার এই মাধ্যমগুলোতে সরব হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শাবনূর বলেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’
ফেসবুকে শাবনূর আরও লেখেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy