এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
গত ২৮/৮/২০২০ইং তারিখ রোজ শুক্রবার দিবারাত অনুমান ০০.১০ ঘটিকায় পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ দুই আসামী গ্রেফতার ১। মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন (৫২) পিতা মৃত আবুল হোসেন ২। মোঃ আরিফুল ইসলাম তানজিদ(২৪) পিতা মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন, উভয়ের বুড়িমারী,উফারমারা ভাটিয়াপাড়া,থানা পাটগ্রাম জেলা লালমনিরহাটদ্বয়কে তাদের বসত বাড়ি থেকে ধৃত করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন এর হেফাজত হতে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদ এর হেফাজত হতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে পাটগ্রাম থানার মামলা নং-২৪,তারিখ-২৮/০৮/২০২০ ইং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক)রুজু হয়। আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদ এর বিরুদ্ধে বর্নিত মামলা সহ মোট ০৯টি মাদক ০২টি অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে এবং আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন এর বিরুদ্ধে বর্নিত মামলা সহ মোট ০৯টি মাদক ও ১টি অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। উল্লেখ্য যে, ১২/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট এর অভিযান পার্টি আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন কে আটক করেন। সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদ এর শয়ন ঘরের খাটের তোষকের নিচ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিন এর শয়ন ঘরের খাটের নিচে মেঝে হতে ২কেজি গাঁজা উদ্ধার করেন এবং ধৃত আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিনকে হ্যান্ডকাফ লাগান। মামলার বাদী আলামত জব্দ করে, ধৃত আসামী সহ রওনা হওয়ার সময় আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদ সহ অন্যান্য আসামীগণ অতর্কিত হামলা করে আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিনকে হ্যান্ডকাফ সহ ছিনাইয়া নেয়। এই সংক্রান্তে পাটগ্রাম থানার মামলা নং-১৩,তারিখ-১২/০৩/২০২০খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/১৮৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড রুজু হয়। পাটগ্রাম থানা পুলিশ কর্তৃক পূর্বেও আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদকে গ্রেফতার করে ছিনাইয়া নেয়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। ধৃত আসামী মোঃ সামছুদ্দিন ইসলাম ২টি মাদক মামলার রায়ে বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করেছে। আসামী মোঃ আরিফুল ইসলাম তানজিদকে অদ্যকার মামলা সহ পূর্বের ১টি মাদক মামলার মূলতবী গ্রেফতারী পরোয়ানা মূলে এবং আসামী মোঃ সামছুল হক সামছিদুল ওরফে সামছুদ্দিনকে অদ্যকার মামলা, হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া মামলায় ও পূর্বের ১ টি মাদক মামলার মূলতবী পরোয়ানা মূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
গ্রেফতারকারী অফিসারঃ এস,আই মিন্টু চন্দ্র রায় ও এস,আই মোঃ নিজাম উদ দৌলা সহ সঙ্গীয় অফিসার ফোর্স
Leave a Reply