ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত প্রথমবারের মত শেখ রাসেল দিবস উপলক্ষে মানবিক সংগঠন হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রামের পক্ষ থেকে সংগঠনের মুখপাত্র এম. মিয়াজী মাহফুজ আলম তোহার সভাপতিত্বে নগরীর শেরশাহ কলোনীতে দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচীতে সকাল ১০ ঘটিকায় বিনামূল্যে দুই (২) শতাধিক মানুষের ব্লাড গ্রপ নির্ণয়, বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল, শিশুদের সাথে নিয়ে কেক কাটা ও আলোচনা সভা করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র/ছাত্রী সংসদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক এ.জি.এস তানভীর আহমেদ, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোঃ রনি, সদস্য যথাক্রমে মোহাম্মদ মিঠু, জামিউল জিসন, শেখ রেজাউল আলম সাকিব, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগকর্মী ইব্রাহিম হোসেন বাবু, সায়মন ইসলাম, মোহাম্মদ ইমন প্রমুখ। উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজরিত বঙ্গবন্ধু ভবনে সকলের মুখ উজ্জল করে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। তবে ভাগ্যের নির্মম পরিহাস ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা তাকেও হত্যা করেছিল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy