প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২১, ১১:৪৮ পি.এম
১নং আটরা গিলাতলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চায় ৪ প্রার্থীঃ আজ মনোনয়নপত্র বিতরণ শুরু, ভোটগ্রহণ ১১ নভেম্বর
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনার ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনার পরই চেয়ারম্যান প্রার্থীরা জোরে শোরে মাঠে প্রচার-প্রচারণায় নেমে পড়েছে, পিছিয়ে নেয় মেম্বর প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চাইছে ৪ প্রার্থী এরা হলো খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, তরুণ সমাজসেবক, যুব সমাজের অহংঙ্গার শিরোমণি তরুণ সংঘের সভাপতি যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম ও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বর, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষনা দিলেও পরিস্থিতি বুঝে স্বতন্ত্র প্রার্থী হতে পারে বিএনপির দুই নেতা এরা হলো আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, আটরা গিলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল মেম্বর শেখ আব্দুস সালাম।
১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি পক্ষ চাইছে বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামকে পুনরায় নৌকা প্রতিক দেওয়া হোক। অপরদিকে আর একটি পক্ষ চাইছে ক্লিন ইমেজের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান খানজাহান আলী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর হোসেনকে দলীয় চেয়ারম্যানের মনোনয়ন দেওয়া হোক। তাদের দাবী জনপ্রিয়তার শীর্ষে থাকা শেখ জাহাঙ্গীরকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি। দুই মেরুর ভিন্ন কৌশলে আছে অন্য একটি পক্ষ নির্বাচনকে সুষ্ট ও শান্তিপুর্ণ এবং উৎসবমুখর করতে নির্বাচনি পরিবেশ ধরে রাখতে তরুণ সমাজসেবক যুব সমাজের অহংঙ্গার শিরোমণি তরুণ সংঘের সভাপতি, যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে চাইছে তারা। দলীয় মনোনয়ন পেলে শেখ তরিকুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা জানিয়েছেন। দলীয় মনোনয়ন চাইতে পারে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য ও ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান। বিএনপির স্থানীয় একটি সুত্র বলছে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিবেশ অনুকুলে থেকে সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে ভোট হলে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, আটরা গিলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল মেম্বর শেখ আব্দুস সালামের মধ্যে যে কেহ। নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বর প্রার্থীরা
ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপের ঘোষিত তফশীল অনুযায়ী ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ আজ ৪ অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতিক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। তিনি বলেন নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা প্রস্তুত, সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আগামী ১১ নভেম্ব্র ইউনিয়নের ৩৫ হাজার ৪৬২জন ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবেন।
উল্লেখ্য ২০১৬ সালের নির্বাচনে ১নং আটরা গিলাতলা ইউনিয়নে নৌকা প্রতিকের শেখ মনিরুল ইসলাম জয়লাভ করে। তার নিকটতম প্রতিন্দন্দি ছিলেন বিএনপির ধানের শীর্ষ প্রতিকের হারুণ অর রশিদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy