ঘরের মাঠে ক্রমেই অজেয় হয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের সর্বশেষ ৯ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে রেড ডেভিলরা
মঙ্গলবার রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের উঠার লড়াইয়ে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।
এই জয়ে ১০৯ বছরের এক রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। ১৯০৮ থেকে ১৯১২ সালের মধ্যে ঘরের মাঠে টানা ৯টি এফএ কাপের ম্যাচে অপরাজিত ছিল ইউনাইটেড। অর্থাৎ নিজেদের গড়া রেকর্ডই স্পর্শ করল তারা।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইউনাইডের জয়সূচক গোল পেতে অপেক্ষায় থাকতে হয় ৯৭ মিনিট পর্যন্ত। এর আগে পুরোটা সময় সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারছিল না ওলে গানার সুলশারের দল। তবে অতিরিক্ত সময়ে স্বস্তি এনে দেন স্কট ম্যাকটমিনে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy