প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ১১:৪৩ পি.এম
১০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপনী অনুষ্ঠিত
ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে নারী ও পুরুষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান।
শনিবার ( ২৮ আগস্ট) বিকেল ৫ টায় ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলে হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে নারী ও পুরুষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ আগস্ট হতে ২৮ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান।
১০ দিনব্যাপী চলা দুই সেক্টরের নকশিকাঁথার প্রশিক্ষক ছিলেন, মুরশিদা বেগম এবং বাঁশজাত কুটির শিল্পের প্রশিক্ষক পাঁচবিবি উপজেলার শ্রী সুকুমার।
প্রশিক্ষণের অর্থ সহযোগিতা করেন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা)
এ সময় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননাহার গুন্নাহ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা, শিশু নিকেতন ও সদর জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক আজিজার রহমান,
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, উপজেলা পরিষদের সিএ এস এম শওকত ও সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy