‘‘আজ আমি ভীষণ খুশি। কারণ, আজ আমার বাবার জন্মদিন, আগামীকাল আমার জন্মদিন। আর এরমধ্যেই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ চূড়ান্ত হলো। মানে আগামী ১১ ডিসেম্বর আমার সন্তানসম প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে।’’ এভাবেই সংবাদমাধ্যেমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। জানালেন, দফায় দফায় আলোচনা করে এই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। তবে করোনাসহ নানা জটিলতায় ছবিটি আটকে ছিল। এদিকে সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে থেকেও মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সংস্থাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কু-ু বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি, অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন। ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy