প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২১, ১:০০ এ.এম
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২য় ধাপে খুলনা বিভাগের ১৩৩টিসহ দেশের ৮৪৮ ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান।
১১ নভেম্বর খুলনা বিভাগের যে ১৩৩ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে : সেগুলো হচ্ছে খুলনা জেলার, রূপসা উপজেলার নৈহাটি, আইচগাতি, শ্রীফলতলা ও টিএস বাহিরদিয়া। ফুলতলা উপজেলার ফুলতলা সদর, জামিরা, দামোদর, আটরা-গিলাতলা। ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর, মাগুরখালী, খর্ণিয়া, ধামালিয়া, আটলিয়া, ভান্ডারপাড়া, রুদাঘরা, রংপুর, ডুমুরিয়া সদর, শোভনা, শরাফপুর, মাগুরঘোনা, গুটুদিয়া, ও সাহস। বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর, ভান্ডারকোট ও সুরখালী ইউনিয়ন এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাট সদরের গোটাপাড়া, যাত্রাপুর, ষাটগম্বুজ, মোলাহাট উপজেলার গাংনী ও ফকিরহাট উপজেলার মূলঘর।
সাতক্ষীরা জেলার সদরের বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, ধূলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাঁড়ী, ঝাউডাঙ্গা, বলী, লাবসা ও ফিংড়ী।
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাগুরা, শিমুল, গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর, বাঁকড়া, চৌগাছা উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানী, চৌগাছা সদর, জগদীশপুর, পাতিবিলা হাকিমপুর, স্বরুপদাহ, নারায়নপুর, সুখপুকুরিয়া। এছাড়া কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।