তাজ চৌধুরী , দিনাজপুর ব্যুরো:
করোনা ভাইরাস পরিস্থিতিতে রেশন কার্ডধারী কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের সহযোগিতা দেয়ার লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ১০ টাকা কেজি দরে চাল, আটা বিতরণ জেলা খাদ্য অফিসের নিয়োগকৃত রেশন ডিলাররা।
ইতিপূর্বে দিনাজপুর পৌরসভার আওতায় ১২টি ওয়ার্ডে ২ জন করে ডিলার নিযুক্ত করে স্বাস্থ্য বিধি মেনে কার্ডধারী অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রেশন বিতরণ হচ্ছিল। কি এক অজ্ঞাত কারনে ২৪ জন ডিলারের পরিবর্তে বর্তমানে ১২টি ওয়ার্ডে ১২ জন ডিলার নিয়মিত রেশন প্রদান করছে। ফলে প্রচন্ড ভীড় এড়াতে রেশন ডিলাররা কার্ড হোল্ডাররা স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব বজায় না রেখে রেশন প্রদান করে চলেছে। গত ২৭ জুন হতে বিভিন্ন এলাকায় ১২ জন ডিলারের দোকানে গিয়ে দেখা যায়, প্রচন্ড ভীড়ে কার্ডধারী পরিবারের সদস্যরা কোন প্রকার স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব উপেক্ষা করে রেশন নিচ্ছে। এলাকার সচেতন ব্যাক্তিরা জানান, দিনাজপুর পৌরসভার আওতায় ১২টি ওয়ার্ডে ইতিপূর্বে ২৪ জন ডিলার নিযুক্ত ছিল। তখন রেশন কার্ডধারীরা করোনা ভাইরাস মোকাবেলার শর্তে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি মেনে চলে রেশন গ্রহণ করতো। বর্তমানে কি এক অজ্ঞাত কারনে ১২টি ওয়ার্ডে ১টি করে মোট ১২ জন ডিলার নিয়োগ দিয়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে প্রতিনিয়ত রেশন বিতরণ করে চলেছে। তারা অবিলম্বে ১২টি ওয়ার্ডে ২৪ জন রেশন ডিলার নিয়োগ দিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন প্রদান করতে সংশ্লিষ্ট উর্দ্ধত্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy