১২ জেলায় নতুন ডিসি
| ৩১ মে ২০২১ | ৯:৩২ অপরাহ্ণ
বদরুন্নাহার চৌধুরী লিটা নিজস্ব প্রতিবেদকঃ
১২ জেলায় নতুন ডিসি
FacebookTwitterShare
দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি ও পদায়নের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
Surjodoy.com
নতুন জেলা প্রশাসকরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান (ফেনী), ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদ (শেরপুর), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন (পাবনা)।
The Daily surjodoy
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান (ঠাকুরগাঁও), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন (পটুয়াখালী), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ (মানিকগঞ্জ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলাম (পঞ্চগড়)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান (নরসিংদী), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির (সাতক্ষীরা),
The Daily surjodoy
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল (মুন্সিগঞ্জ) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে (নাটোর) ডিসি করা হয়েছে।
এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy