প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ১২:৫০ এ.এম
১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতে হ্যাঙ্গারের প্যাকেটে সিগারেট

১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতে হ্যাঙ্গারের প্যাকেটে সিগারেট
সোমেন সরকার
Facebook Twitter share
চীন থেকে আসার কথা শুল্কমুক্ত প্লাস্টিক হ্যাঙ্গার। কিন্তু কনটেইনারে খুলতে মিলল বিদেশি সিগারেট। ১৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে এ কাজ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। বন্দরের এনসিটি ইয়ার্ডে এ চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম।জানা যায়,
Surjodoy.com
ভারসেটাইল লিমিটেড নামে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ২ লাখ ৪১ হাজার ৫০০ পিস প্লাস্টিক হ্যাঙ্গার আনার কথা ছিলো। কিন্তু গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কাস্টমসের এআইআর শাখা কায়িক অভিযান পরিচালনা করে।
The Daily surjodoy
এতে তারা প্লাস্টিক হ্যাঙ্গারের কনটেইনারে বিদেশি সিগারেট পান। এরমধ্যে ছিলো ২০ লাখ শলাকা ইজি, ২০ লাখ শলাকা মন্ড ও ২০ লাখ শলাকা ওরিস সিগারেট। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) রেজাউল করিম বলেন, গত ২৮ মে চীনের সাংহাই বন্দর থেকে জাহাজ যোগে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে।
The Daily surjodoy
পণ্য খালাসের লক্ষ্যে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের জয়িতা ট্রেড করপোরেশন গত ১ জুন বিল অব এন্ট্রি দাখিল করে।
The Daily surjodoy
তিনি আরো বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও চট্টগ্রাম কাস্টস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা একাধিক সিগারেটের চালান জব্দ করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy