আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
পাক হানাদার বাহিনীর হাত থেকে সাভার ও আশুলিয়া মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। এই দিনে কিশোর বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো শহীদ হয়েছিলেন।
বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জাহাঙ্গীরনগর ডেইরি ফার্মের মূল ফটকের কাছে সমাহিত করা হয়। দিনটিকে ঘিরে তার সমাধিতে ফুল অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছেন স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্যরা।
বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইল থেকে বিতাড়িত হওয়ার পর পাক হানাদার বাহিনী সাভার ও আশুলিয়ায় ঘাঁটি নির্মাণ করে। ১৪ ডিসেম্বর আশুলিয়ার জিরাবো এলাকার ঘোষবাগ কাঠালবাগান এলাকায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে পাক হানাদারদের ওপরে ঝাঁপিয়ে পড়ে তারা।
এসময় কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়েছিলেন সাভারের প্রায় আড়াইশ নিরস্ত্র মুক্তিযোদ্ধা। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে সম্মুখযুদ্ধ শুরু হয়।
প্রায় কয়েক ঘণ্টা যুদ্ধের পর পাকবাহিনীরা পালাতে থাকে। বিজয় নিশ্চিত জেনে আবেগাপ্লুত কিশোর বীর মুক্তিযোদ্ধা শহীদ টিটো লাফিয়ে উঠলে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনীর ছোঁড়া গুলিতে শহীদ হন গোলাম দস্তগীর