নিজস্ব প্রতিবেদক
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চট্টগ্রামস্থ শাখা সমূহের উদ্দ্যেগে নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকাল ৬ টায় চট্টগ্রামের সিআরবিস্থ প্রস্তাবিত দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
দুপুর ১২টায় আমবাগানস্থ দারুল ইকরা হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষ করে এতিম ও হাফেজী ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়।
বিকাল ৪ টায় সিআরবি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে, সিআরবি রেলওয়ে জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল শেষে শোকর্যালীর করা হয়।
সন্ধ্যা ৬টিয় পতাকা নামানো শেষে মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে ১৫ আগষ্ট নিহত শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে জাতির আগামীর উত্তোরাত্তর উন্নয়ন প্রত্যাশা করে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির বিল্পবী যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু সহ চট্টগ্রামস্থ রেলওয়ে শ্রমিকলীগের বিভিন্ন শাখার নের্তৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy