নিউজ ডেস্ক
১৫ আগস্টে শহীদ স্বজনদের রাজধানীর বনানী কবরস্থানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
আজ রোববার সকালে ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। কবর জিয়ারতের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ ছাড়া পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত স্বজনদের জন্য দোয়া করেন দুই বোন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন আরও হত্যা করা হয় জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে। পরে বঙ্গবন্ধুকে সমাধীস্ত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এ ছাড়া বাকি শহীদদের দাফন করা হয় বনানী কবরস্থানে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy