নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নওগাঁ ব্যাটালিয়ন এর আয়োজনে গোমস্তাপুর উপজেলার চাড়াল ডাংগা বিওপি তে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় বনবিভাগের সমন্বয়ে ১৬ বিজিবি নওগাঁ এর অধিনায়ক কর্নেল আসাদুজ্জামান পিএসসি, জি’র তত্বাবধানে ও নেতৃত্বে নওগাঁ জেলার ৫টি উপজেলা পোরশা, সাপাহার, আত্রাই, রানিনগর, মান্দা ও নওগাঁ সদর সহ চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসাবে মঙ্গলবার সকালে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ৬টি উপজেলার সীমান্ত এলাকায় পুনর্ভবা নদির ভাঙ্গন রোধে সীমান্তবর্তী ১১১ কিলোমিটার নদির বাঁধ সংলগ্ন স্থানে ১ লক্ষ ৫০হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের পরিকল্পনা করা হয়েছে। এসময় বিভিসন ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আসলাম, ১৬ বিজিবি চাড়াল ডাংগা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম, রোকনপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার কুদ্দুস খান, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, ওয়ার্ড সদস্য চম্পা বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।