১৯৮ পিচ ইয়াবাসহ এক মাদক র্যাব -১৩ হাতে গ্রেফতার;
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
এরই ধারাবাহিকতায় গত ০৭ জুলাই ২০২১ খ্রিঃ রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে ফুলবাড়ি টু ওয়াবদা বাজার (কুলাঘাট) গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ০১টি ইজিবাইকসহ মাদক ব্যবসায়ী বাবু মিয়া (৩২), জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply