ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার দ্বীন ইসলাম এবং কুমিল্লা মুরাদনগর উপজেলার তাসলিমা আক্তার রুমার একটি সুসম্পর্কের কল্যাণে দুই বছর পূর্বে বিয়ে হয়।
বিয়ের পরবর্তী সাংসারিক ঝামেলার রেশ ধরে বেড়িয়ে আসে তাসলিমা আক্তার রুমার থলের বিড়াল।
ঘটনাচক্রে জানা যায় দ্বীন ইসলামের পূর্বেও তাসলিমার ৪ টি বিয়ে হয়, এছাড়াও পরকীয়া সহ যৌনকর্মী হিসেবে কাজ করার ও খবর পায় তার স্বামী দ্বিন ইসলাম।
এসকল তর্ক বিতর্ক থেকেই হঠাৎ করে তাসলিমা এক বছরের বাচ্চা সহ ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
শত চেষ্টা করেও তাসলিমার সাথে যোগাযোগ করতে না পেরে শোকে কাতর হয়ে পরে দ্বিন ইসলাম, এবং এক বছরের বাচ্চাকে ফিরে পেতে মানসিক ভাবে ভেঙে পরেন তিনি।
তবে হঠাৎ করেই মুখোশ উন্মোচন করেন তাসলিমা, মা, মেয়ে খালা ও তার ভাই মিলে একটি চক্র সাজিয়ে ফোনকলে যোগাযোগ করেন দ্বিন ইসলামের সাথে।
বাচ্চাকে তার নিজ পিতার নিকট ফিরিয়ে দিতে চায় তারা, তবে বিনিময়ে গুনতে হবে ১০ লক্ষাধিক টাকা।
নিজের সন্তান ফিরে পেতে টাকা দিতে রাজি হলেও পরবর্তীকালে ফোনকলে যোগাযোগ করতে ব্যার্থ হন তিনি।
নবজাতক বাচ্চাকে ফিরে পেতে প্রসাশনের নিকট সাহায্য চেয়ে আহাজারি করছেন দ্বিন ইসলাম।