ওই তরুণীর নাম সু মো মো নায়িং। তার বয়স ২৩ বছর। মিয়ানমারের ইয়াঙ্গুনের এই তরুণীর কোমরের আয়তন মাত্র ১৩ দশমিক ৭ ইঞ্চি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সু মো মোর কোমর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকের মতে এগুলোর তার এডিট করা ছবি। আবার অনেকেই বলছেন, কোমরকে সরু বানাতে তিনি ‘রিব রিমুভাল’ জাতীয় সার্জারির দ্বারস্থ হয়েছেন।
ইনস্টাগ্রামে মানুষের এসব মন্তব্যকে নাকচ করে দেন সু মো মো। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কোনো ছবিই এডিট করা নয়। এমনকি তিনি সার্জারি করেননি। বংশগতভাবেই তার কোমরের আকৃতি এত চিকন!
সু মো মোর কোমর এতটা চিকন হলেও, এই বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি রয়েছে যুক্তরাজ্যের নাগরিক এথেল গ্র্যাংগারের দখলে। তবে তিনি বিশেষ ধরনের বেল্ট পরে থাকেন। কৃত্রিমভাবে সবচেয়ে চিকম কোমরের মালিক কিন্তু মিয়ানমারের এই তরুণী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy