স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন এবং খুলনায় তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন এই ২১ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৮৪ জন রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০জন এবং খুলনা বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি।
এদিকে গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে।
এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৭ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৭৭৮ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy