রকসী সিকদার, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় মামলা হওয়ার ২৪ ঘন্টায় চুরির টাকায় কেনা গাড়ি,নগদ টাকা সহ চোর কে আটক করলো লোহাগাড়া থানা পুলিশ। ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ,সুখছড়ি এলাকা থেকে চোর কে আটক করে।
আটককৃত আসামি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়ার আবুল হাসেমের পুত্র মোঃ নাহিদ (২৪)
এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দক্ষিণ শুকছড়ী স্টেশনে পল্লী চিকিৎসক উজ্জ্বল নাথ (৩৬) তার ফার্মেসীর দোকানে গরু বিক্রয়ের মোট ৩ লক্ষ ৫০হাজার টাকা ক্যাশে রেখে কাজের জন্য দোকানের বাহিরে যায়।বাহির থেকে দোকানে এসে দেখে ক্যাশ ভাঙ্গা এবং ক্যাশে রাখা টাকা গুলো নেই। পরে অনেক খোঁজা খুজি করেও টাকা গুলোর হদিস পাওয়া না গেলে গত রাতে উজ্জ্বল নাথ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন সন্দেহভাজন আসামি দিয়ে।
এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন দক্ষিণ শুকছড়ী স্টেশনের উজ্জ্বল নাথ নামের একজন পল্লী চিকিৎসক বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন গতকাল রাতে। আমরা মামলা টি নেওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন নাহিদ নামের একজন কে আটক করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া স্বীকারোক্তি মতে তার কাছ থেকে ১লক্ষ ২২হাজার টাকা জব্দ করি এবং বাকি টাকা দিয়ে ক্রয়কৃত ১টি মোটর সাইকেলটি জব্দ করি। পরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy