প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২১, ৬:৩০ পি.এম
২৫ মার্চের কালো রাত্রি স্মরণে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন
বাবু চৌধুরী -বিশেষ প্রতিনিধিঃ
একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় সকাল
১০ টায় আলোচনা সভা, দুপুরের কর্মসূচী স্কুল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যা ৭:১ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১ মিনিটে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০টি ও ২৫শে মার্চের কালো রাত্রির স্বরণে ১০১ টি
মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা,
কর্মসূচী প্রসঙ্গে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোফরান রানা বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী।
ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে।
প্রতিবারের মতো এবারও আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy