আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২৮ জন শিক্ষার্থী পেয়েছেন জার্মানির গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়চে ভেলে একাডেমির ফেলোশিপ। দুই বছর মেয়াদি এই বিশেষ ফেলোশিপের মাধ্যমে তারা মুক্তধারা গণমাধ্যম চর্চার সহায়তা পাবে।
দেশজুড়ে সাংবাদিকতার শিক্ষার্থীদেরকে ‘পূর্নাঙ্গ সাংবাদিক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জার্মানির পাবলিক ব্রডকাস্টার ডয়চে ভেলের গণমাধ্যম উন্নয়ন শাখা ডি ডব্লিউ একাডেমি বাংলাদেশে ‘লোকাল মিডিয়া হাব ফেলোশিপ’ চালু করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ানো হয় এমন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয় এবং কঠোর নির্বাচন প্রক্রিয়ার পর ২৮জনকে ফেলোশিপ প্রদান করা হয়।
শুক্রবার ‘ইন্ডাকশন ওয়ার্কশপ’ ছিল ফেলোশিপের প্রথম কার্যকলাপ।
জুমের মাধ্যমে অনুষ্ঠিত দিনব্যাপী ‘লোকাল মিডিয়া হাব ফেলোশিপ ইন্ডাকশন ওয়ার্কশপে’ শিক্ষার্থীদের উদ্দেশে খ্যাতিমান সাংবাদিক খালেদ মুহিউদ্দিন বলেন, সবাই সাংবাদিক হতে চায়; কিন্তু সবাই পারে না। দিনের শেষে, সাংবাদিকদের ভূমিকা একজন ওয়াচডগ এর এবং এটি একটি কঠিন কাজ। এটা দেখে ভাল লাগছে যে আপনারা এতোজন সাংবাদিক হওয়ার সেই কষ্ট স্বীকার করতে প্রস্তুত।
অনলাইন এ ওয়ার্কশপে আরো বক্তব্য দেন ডিডব্লিউ একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ) প্রিয়া এসেলবর্ন; সিনিয়র পরামর্শক লুৎফা আহমেদ; রেডিও ভূমির স্টেশন প্রধান শামস সুমন; ডি ডব্লিউ বাংলা সার্ভিসের সাংবাদিক আরাফাতুল ইসলাম।
উল্লেখ্য যে, ডিডব্লিউ একাডেমি ২০১৪ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষা ও চর্চা উন্নত করার লক্ষ্যে এবং মুক্ত গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।