প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২২, ১:৩১ পি.এম
৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।সু্প্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বুধবার এ আবেদন করেন।পাশাপাশি বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে ২০২০ সালের ১৯ মার্চ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে আজকে আমি একটা সম্পূরক আবেদন করেছি।‘আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে মেনশন (উপস্থাপন) করেছি। আগামীকাল আদেশের জন্য থাকবে।’করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি শুনানি শুরু করেছে।দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ২০২০ সালে ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে খুলে দেয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy