ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জানা গেছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সাত শতাংশ কমেছে। এছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়েও অস্ট্রেলিয়ায় জিডিপি ০.৩ শতাংশ কমে গিয়েছিল।
এ বছরের শুরুতে ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় অর্থনীতি ক্ষতির মুখে পড়ে। এরপরই বিশ্ব জুড়ে হানা দেয় প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে দেশটির অর্থনীতিতে আরো বাজে প্রভাব পড়তে শুরু করে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকসের কর্মকর্তা মাইকেল এসমেডস বলেন, বৈশ্বিক মহামারি এবং এটি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কারণে এমন অর্থনীতি মন্দায় পড়েছে অস্ট্রেলিয়া। এটা খুব বড়ো ব্যবধান। ১৯৫৯ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে ত্রৈমাসিক জিডিপি-র বৃহত্তম পতন।
এর আগে ১৯৯০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সর্বশেষ অর্থনৈতিক মন্দায় পড়েছিলো অস্ট্রেলিয়া।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy