রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
আদর্শিক ও বিপ্লবী ধারার ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু কর, করোনাকালে স্কুল-কলেজের বেতন, ফি মওকুফ কর, বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করাসহ ৬ দফা দাবিতে ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরীর উদ্যোগে ২৩শে জানুয়ারি সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে মিছিল বের করে শহরের মূল সড়কগুলো প্রদর্শন করে। পরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট, নগর কমিটির আহবায়ক সাজু বাসফোর। আলোচনা করেন বেরোবি'র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয় কমরেড আনোয়ার হোসেন বাবলু, প্রাক্তন ছাত্রনেতা ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, রংপুর জেলার দপ্তর সম্পাদক, কামরুন্নাহার নাহার খানম শিখা, প্রাক্তন ছাত্রনেতা ও বাসদ (মার্কসবাদী) রংপুর মহানগরের সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা। আরও আলোচনা করেন ছাত্র ফ্রন্টের পীরগাছা সংগঠক বন্যা, নগর কমিটির সদস্য নিত্যানন্দ বর্মণ, রাজু বাসফোর। নেতৃবৃন্দ বলেন শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সর্বস্তরের প্রগতিশীল গণতন্ত্রমনা মানুষদের ছাত্রদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তারা বলেন দেশের সকল মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ, করোনাকালে শিক্ষার্থীদের এক বছরের বেতন ফি মওকুফ, বেসরকারি শিক্ষকদের সরকারি উদ্যোগে আর্থিক সহযোগিতা করতে হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy