প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ১২:১৬ এ.এম
৪দিন পর নিখোঁজ নারীর মরদেহ হাইমচরে উদ্ধার
আমান উল্লাহ প্রতিবেদকঃ
চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনার ৪দিন পর নিখোঁজ নাছিমা বেগম (৩৫) এর মরদেহ মেঘনা নদীর হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম।
নাছিমা বেগম শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকার সালেহ আহম্মেদ মাঝির স্ত্রী।
ওসি বলেন, আজ সকাল ১১টার দিকে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পুলিশ গিয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নীলকমল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ওই নারীর স্বজনদের সংবাদ দিলে তারা এসে মরদেহ শনাক্ত করে।
নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার বলেন, মরদেহ সুরতহাল ও আইনি পক্রিয়া শেষে পরিবারের লোকদের কাছে বিকেলে হস্তান্তর করা হয়েছে। মরদেহ গলিত হওয়ার কারণে ময়না তদন্ত করা সম্ভব হয়নি।
এর আগে গত শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে মেঘনা মোহনায় শরীয়তপুরের ডামুড্যা থেকে ছেড়ে আসা এমভি লামিয়া নামক লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় ৯জন পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে দুই জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রেজিয়া বেগম (৫৫) নামে নারীকে চাঁদপুর থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়। একই সময় নিখোঁজ হন নাছিমা বেগম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy