আবুল হাশেম
দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে অতিষ্ট হয়ে পড়েছে মানব জীবন। এদিকে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। জ্বালানির অভাবে বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এখন আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং চলছে। এতে জনজীবনে বেড়েছে ভোগান্তি।
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনা করে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে।
বাঘা উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বললে তিনি বলেন, আজকেই চার দিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে, তীব্র তাপদাহ থেকে কিছু টা স্বস্তি পেতে কিছু দিন থেকে ছাত্র - ছাত্রীদের মর্নিং স্কুল করা যায় কি না এই বিষয়ে অভিভাবকরা তাদের মত পোষন করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy