সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযানে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক মুদ্রা পচারকারীকে আটক করা আটক করেছে র্যাব-৯।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযানে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক মুদ্রা পচারকারীকে আটক করা আটক করেছে র্যাব-৯। আটককৃত ব্যক্তির নাম আক্তারুজামান আলাল। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আক্তারুজামান আলাল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিলডুয়ার গ্রামের আবুল বাশার ওরফে বশরের পুত্র।
বৃহস্পতিবার রাতে রাব-৯ এর সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাবের সদস্যরা উপজেলার ধনপুর বাজারে ব্যারিকেড দেন। ওই বাজারে একটি আইসিটি সেন্টারের ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ ছাত্রলীগের সাবেক এই নেতাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা রফিকুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
লে. কমান্ডার ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার গণমাধ্যমকে বলেন, ৪ লাখ ভারতীয় রুপিসহ মুদ্রা পচারকারী আক্তারুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy