তৌহিদুল ইসলাম সরকার
কিশোরগঞ্জের হোসেনপুর গরুর হাটে একটি গরুর মৃত্যু হয়েছে। ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন ছিল প্রায় ৬০০ কেজি, দাম উঠেছিল ৫ লাখ।
৭ জুলাই (বৃহস্পতিবার) বিকালে গরুর বিশাল হাটে হঠাৎ স্টোক করে ষাড়টি। ষাড়ের মালিক বরফ,পানি ব্যবহার করার পরেও জ্ঞান ফিরেনি।
ষাড়ের মৃত্যুর পর মালিকের করুন আহাজারিতে স্তব্ধ হোসেনপুর বাজার গরুর হাট। জানা যায় উপজেলার পুমদী ইউনিয়নের বড়বাড়ীর গ্রামের আল-আমিনের ষাড় এটি।
মালিক অনেক শখ করে প্রায় ২ বছর লালন-পালন করে ষাড়টিকে বড় করেছে। আল-আমিন বিকালে ষাড়টি বিক্রির উদ্দেশ্য হোসেনপুর হাটে নিয়ে আসে।
৫ লাখ টাকা দাম হওয়ার পরেও আরও বেশি দামে বিক্রির প্রত্যাশা করে সে বিক্রি করেনি।
দ্বীপেশ্বর এলাকাবাসীর রাসেলসহ অনেকেই জানান, গরুটি স্টোক করার পর আমরা এলাকাবাসী সবাই মিলে পানি, বরফ দিছি। ডাক্তার তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিলে,এমন মৃত্যু হয়তো হত না।
আল আমিন জানান, হাটে আনার পর তীব্র গরমে আমার গরুটি অসুস্থ হয়ে পরে, ডাক্তার খুঁজলেও তারা আসেনি। আমার সব শেষ হয়ে গেছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান জানান, আমাদের একটি মেডিক্যাল টিম ছিল। আমরা এ ধরনের অসুস্থ হওয়ার সংবাদ পাইনি।
তিনি আরও জানান আল-আমিন একজন ভালো খামারী বিগত করোনাকালীন সময়ে দুই বার সরকারি প্রনোদনা পেয়েছে। এরকম খামারীর আকর্ষীক ক্ষতি হওয়াতে আমরাও মর্মাহত।