প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ২:৫৭ পি.এম
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার জন্য প্রস্তুত জেলেরা
নাদিম হোসেন খান, চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনের সমুদ্রগামী জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে শুক্রবার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে রওনা হয়েছেন।
নিষেধাজ্ঞার অবসরে উপকূলের বিভিন্ন স্থানে জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিং বোট মেরামত করেছেন জেলেরা। অধিকাংশ ট্রলারে মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং খাদ্য সামগ্রীবোঝাই করা হয়েছে।
জেলেরা জানান, গত দুই মাস সাগরে মাছ শিকার বন্ধ ছিল। নিয়ম মেনেছি। কেউ মাছ শিকারে যাইনি। এখন নিষেধাজ্ঞা শেষ তাই সাগরে মাছ শিকারে যাচ্ছি।
পুর্নিমার জোয়ারে উপকূলে পানি বেড়েছে এবং সাগর উত্তাল রয়েছে এর মধ্যে জীবিকা প্রয়োজনে জেলেরা ঝুঁকি নিয়ে চলছে।
উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জানান, করোনা পরিস্থিতিতে ট্রলারগুলোতে স্বাস্থ্য নিরাপত্তা মানার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সুস্থ ও সবল জেলেরাই সাগরে যাবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy