শামীম সরকার নিজস্ব প্রতিবেদকঃ
হোসেনপুর উপজেলার ৬নং পুমদী ইউনিয়নে,আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুমের মত বিনিময় সভার আয়োজন করা হয়।
২৬ শে অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫: ঘটিকার সময়,পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,আব্দুল কাইয়ুম তার নিজ এলাকায়, আতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা মাধ্যমে সকলের মাঝে নিজকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ ও মতবিনিময় সভায়, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে, উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক আজহারুল ইসলামের সঞ্চালনায়, উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক, নজরুল ইসলাম, পুমদী ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখসহ অত্র ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে দলীয় মনোনয়ন প্রত্যাশী
পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমার এ নির্বাচনী মতবিনিময় সভায় আজকে জনশ্রুতে রূপান্তরিত হবে আমি কখনো ভাবতেও পারিনি আপনাদের স্বতঃস্ফূর্ত সারাপেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
৬নং পুমদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
তিনি বলেন, আমি জনগনের সেবক হতে চাই, ৬নং পুমদী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তাঁর জনসমর্থন অন্যসব প্রার্থীর তুলনায় বেশি দাবি করে তিনি বলেন, আমার নেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, সভানেত্রী শেখ হাসিনা যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক উপহার দেন তাহলে আপনাদের দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি ,নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেলে বিপুল ভোটে ভোটাররা বিজয়ী করবেন বলে বিশ্বাসী।
নির্বাচিত হলে তিনি পুমদী ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি।