নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১ টি ব্লাংক কার্তুজ ও দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
Surjodoy.com
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম এর দিকনির্দেশনায় (২৪ মে) রাত ০২.৩০ ঘটিকায় জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এর নেতৃত্বে (এসআই) আমিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট সদর থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন
The Daily surjodoy
গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভার আরামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে বকুল হোসেন সাবু (৪৮) কে আটক করে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের বাম পকেট থেকে ৪ শত পিচ ও তার বাড়ীর স্টীলের আলমারীর ভিতর থেকে ১৬ শত পিচসহ মোট ২ হাজার পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত স্টীলের আলমারীর ভিতর থেকে Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১ টি ব্লাংক কার্তুজও উদ্ধার করে ডিবি পুলিশ।
The Daily surjodoy
এর মধ্যে তাজা কার্তুজ ৪৯ টি ,মিস ফায়ার ২০ টি, খালি খোসা ২ টি ও কার্তুজ রাখার প্যাকেট ২ টি যাহার গায়ে 7.lank Ammo, Qty 20 rds, TO BE RETURNED TO BOF লেখা এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত রয়েছে।
The Daily surjodoy
এসময়ে তার বাড়ি তল্লাশি করে এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ,বেল্ট, নেইমপ্লেটসহ ইয়াবা রাখার নীল-সাদা জিপার (বায়ুরোধক পলি প্যাক) ৪০টি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহ্নত ২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
The Daily surjodoy
উল্লেখিত বিষয় উল্লেখ করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ হতে গত ২১/৬/২০১৪ ইং সালে ৩০ বীর আলীকদম সেনানিবাস বান্দরবান থেকে অবসর গ্রহন করে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে এবং ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলাও রয়েছে।
The Daily surjodoy
আটককৃত আসামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য বকুল হোসেন সাবু কি উদ্দেশ্যে ৭১ টি ব্লাংক কার্তুজ নিজ হেফাজতে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy