প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১০ পি.এম
ঢাকার আশুলিয়ায় ৭ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে এক মুদি দোকানি গ্ৰেফতার

মোঃ বাবুল শেখ
স্টাফ রিপোর্টার
আশুলিয়ার কবিরপুর এলাকার তেলিবাজার মাদ্রাসার নিকটবর্তী ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এ বিষয়ে হাবিবুর রহমান নামের এক মুদি দোকানিকে গ্ৰেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, হাবিবুর রহমান অত্র এলাকার মোদি দোকানি হিসেবে পরিচিত ছিল। তিনি মাদ্রাসার পাশে শিশুটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক-চিৎকার শুনে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং হাবিবুর রহমানকে আটক করে গণপিটানো দেয়।
স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পুলিশ সূত্রে জানা যায়,শিশুটিকে দ্রুত মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের দাবি করেছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধের সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা ।
পুলিশ জানিয়েছেন আয়নালয় ব্যবস্থা নেয়া হবে এবং তদন্ত চলমান রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া বলেন এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy