রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহাকে ঘিরে ৭ শর্ত মেনে রংপুর নগরীতে বসবে পশুর হাট। রোববার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে হাট ইজারাদারের সাথে আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে সকল হাটে আবশ্যিকভাবে শর্ত পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো, সরকারী সকল নির্দেশনা মেনে হাট পরিচালনা করা, সড়ক ও মহাসড়কের উপর কোনভাবেই হাট পরিচালনা না করা, সকাল হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাটের সময় নির্ধারণ, প্রত্যেক হাটে পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োগ ও ভলান্টিয়ারদের পোশাক সরবরাহ, ক্রেতা-বিক্রেতাদের হয়রানি রোধে দালালদের দৌরাত্ম কঠোরভাবে নিয়ন্ত্রণ, প্রত্যেক হাটে পর্যাপ্ত মাইক ব্যবহার করে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান ও হাসিলের টাকা নিয়ে অনিয়ম রোধে প্রকাশ্য স্থানে হাসিলের টাকা উত্তোলন। সভায় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ৯টি হাটের হাট ইজারাদার।