মমিন আজাদ ।। সৈয়দপুরে এস এস সি ৮৬ ব্যাচ এর উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবার) শহরের নতুনবাবু পাড়ায় মেধাবিকাশ স্কুলে ৮৬ ক্লাব এর বন্ধুদের সমন্বযে ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও মিশন জেনরেল হাসপাতালের সহযোগিতায় দিন ব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে পাঁচশতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া হয়।
৮৬ ক্লাব সৈয়দপুর’র সভাপতি মাহফুজুর রহমান রুবেল বলেন ,যারা স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা করা হচ্ছে।এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান ও তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে ।
৮৬ ক্লাব সৈয়দপুর’র সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বলেন , সারা দেশে প্রায় ১৫ হাজার সদস্য নিয়ে আমাদের ক্লাব গঠিত ।”দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের জন্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা, যারা প্রায়ই এ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও মিশন জেনরেল হাসপাতালের ডাঃ দেলোয়ার হোসেন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নাজনিন বেগম বলেন, 'দীর্ঘদিন থেকে হাঁপানিতে ভুগে আমার জীবন দুর্বিষহ। ঢাকা গিয়ে ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আজ আমি এখানে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পেলাম।
আলীমুদ্দিন বলেন, 'আজ এই মেডিকেল ক্যাম্পে এসে আমার ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা আমার ডায়াবেটিস পরিমাপ করেছে।
আয়োজকরা জানান, মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের অধিকাংশই পরিপাকতন্ত্রের অসুখ, গ্যাস্ট্রিক, সর্বাঙ্গে ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস ও নারীদের মধ্যে অপুষ্টি ও পিরিয়ড সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন।
এসময় বক্তারা এ আয়োজনের প্রশংসা করে সমাজের সচ্ছল মানুষসহ অন্যান্য দাতব্য সংগঠনকে এ ধরনের উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy