প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২১, ১:২৯ এ.এম
৯৬ হাজার ডোজ করোনার টিকা পেল যশোরবাসী
যশোরে পৌঁছে গেছে করোনাভাইরাসের ৯৬ ডোজ ভ্যাকসিন (টিকা)। বেক্সিমকোর ফ্রিজার গাড়িতে আটটি বক্সে করে রোববার ভোর সোয়া পাঁচটার দিকে সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সিভিল সার্জন জানান, জেলায় ২৭টি টিম টিকাদানের কাজ করবে। এছাড়া, ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান করা হবে।
শেখ আবু শাহীন জানান, যশোরে আসা ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য তিনিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছেন। 'পরবর্তী নির্দেশনা পেলে আমরাই টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে নেবো'-জানিয়েছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy