সাভারে আসামি ধরতে গিয়ে মোহাম্মদ রাব্বি হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে ছুড়িকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত দুটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে আনন্দপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, রহিম বাবু, রাশেদ, নজরুল ইসলাম খান, আলামিন, কামাল হোসেন ও সুজন শিকদার।
আহত পুলিশ সদস্য হলেন- টাঙ্গাইলের নগরপুর এলাকার রাকিবের ছেলে রাব্বি হোসেন। তিনি সাভার থানায় পুলিশ সদস্য (কনস্টবল) হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, আনন্দপুর মহল্লার কয়েকজন সন্ত্রাসী ওই বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাসের স্টাফদের কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা চাঁদার টাকা আনতে গিয়ে ইকবালের হাত পা বেঁধে মারধর করে। পরে পাশে থাকা এক পথচারী জাতীয় জরুরী সেবা সার্ভিস ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা কনস্টেবল রাব্বীর (২৪) পেটে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ সদস্যরা ১০ জনকে আটক করে। রক্তাক্ত অবস্থায় রাব্বীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার সকালে বাসের স্টাফ ইকবাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ১০ জন ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy