সুজানগর উপজেলা প্রতিনিধি হিসেবে রেজাউল করিম রুবেলঃ
পাবনার কাশিনাথপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিয়া (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর বাজারে পশ্চিমে স্লুইসগেট সংলগ্ন স্থানে দূর্ঘটনাটি ঘটে।
সে পাবনা জেলার সুজানগরের আহম্মদ পুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যেক্ষদর্শী, হরিনাথপুর স্কুলের(নগরবাড়ি)শিক্ষক মো, হাবিবুল্লাহ জানান, কাশিনাথপুরের একটি দোকান থেকে দূর্ঘটনার আগে তার মায়ের জন্য পান ক্রয় করে আহম্মদপুর তার বাড়ির রাস্তায় না গিয়ে মহাসড়ক দিয়ে সে কোনো কাজে দাড়িয়াপুরের দিকে যাচ্ছিলো।
অন্ধাকারে হঠাৎ তার সামনে ব্যাটারি চালিত ভ্যানরিক্সা দেখতে পেয়ে আত্নরক্ষায় বামেরদিকে মোড়নিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের কড়ই গাছের সাথে স্বজোড়ে থাক্কা লেগে তার মুখের বামপাশ ও হাতে গুরুতর আঘাত লাগে।
ঐ সময়ে তার মাথায় হেলমেট ও হেলমেটের ভেতরে কানের এক পার্শে মোবাইল ঢুকানো দেখতে পাওয়া গেছে।
পরে স্থানীয়রা কাশিনাথপুর সেবা হাসপাতালে নিলে, হাসপাতের কর্তব্যরত ডাক্তার জিয়াকে মৃত্য বলে ঘোষণা করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy