শহিদুল ইসলাম সোহেল:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন নাটোরের বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর(তদন্ত)সুমন আলী।আজ ১৪ আগস্ট শুক্রবার রাত ০১ঃ৩৭ টায় কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
এক শোক বার্তায় ডিআইজি হাফিজ আক্তার বলেন, দেশ এবং মানুষের সেবা দিতে গিয়ে করোনাক্রান্ত হয়ে এই পর্যন্ত ৬৭ জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য শহিদ হয়েছেন। মৃত্যুর মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। জনগণকে সেবা দিতে গিয়েই ইন্সপেক্টর(তদন্ত) সুমন আলী জীবন উৎসর্গ করেছেন। জনসেবায় তার এই আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তার এই আত্মত্যাগ সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে আজীবন।
ডিআইজি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তার স্থায়ী নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দৌলতপুর গ্রামে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy